এখনো যে রাতের শহরে ঘুরে বেড়ানোর সময় আমি বাতাসে তোমার গন্ধ খুঁজি কিংবা চেনা রাস্তায় তোমার আদল খুঁজি
কখনো কি মনে হয়েছে তোমার আমার দীর্ঘশ্বাসের কথা?
মধ্যরাতে এখনো যে আমি ডুকরে কেঁদে উঠি,
তোমার কানে কি একবারও আমার ডাক পৌঁছায় না?
ভালোবাসতে সবার জানে,
ক’জন পারে সেই ভালোবাসাকে পূর্ণতা দিতে!
তুমি না হয় অক্ষম,
কিন্তু আমার অপরাধ কি?
দুঃসময়ে ছেড়ে যাওয়ার কান্না
কিংবা রাস্তার উপর দাঁড়িয়ে থেকে তোমার অপেক্ষা করা কত রক্ত ঝরায় এখনো
তা কি তোমার দূরদর্শী চোখে পড়ে না?
অসীম আকাশের নিচে বুকভরা নিঃশ্বাস ছেড়ে না হয় বলে দিও,
তুমি অনুতপ্ত!
পাখির ঠোঁটে চড়ে যান্ত্রিক শহরের এককোণে আমায় ডাক দিও,
আমি আসবো,
অবশ্যই আসবো!