তানভির আরেফিন পাপন
বৃষ্টি শেষে
মাটির গন্ধে,ভরে উঠে মন
জাগে নতুন স্বপ্ন;
তাকে ছুঁবো চল।
পাই নি তোমায়,ব্যাথা আছে প্রানে
নতুন স্বপ্নে,
আসছি আমি তোমার আশায়
সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে।
হঠাৎ ভালোবাসার রঙে রাঙালে তুমি
দুঃখ যত ঘুঁচিলো সবই,
দিগন্তের শেষটি দেখবো তোমার সাথে
হাত ধরে থাকবে কি তুমি!
আমার পাশে?